যুব উন্নয়ন অধিদপ্তর যুবদের সার্বিক কল্যানে যে সকল কার্যক্রম পরিচালনা করে তৎমধ্যে রাজস্ব ও উন্নয়ন কর্মসুচির মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে দীর্ঘ ও স্বল্প মেয়াদি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষিত যুবদের আয় সঞ্চারণমূলক কর্মকান্ড/আত্মকর্মসংস্থানে নিয়োজিত করার লক্ষ্যে মাইক্রোফাইনান্স কর্মসূচি বাস্তবায়ন, যুব সংগঠন সমুহকে কার্যকর ও উৎপাদশীল কর্মকান্ডে সম্পৃক্ত করা এবং ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে দেশের বেকার যুবদের প্রশিক্ষণ ও দুই বছর মেয়াদে অস্থায়ী কাজে নিযুক্তিকরণ অন্যতম। বিভিন্ন গবেষনা ও অভিজ্ঞতা হতে দেখা যায় মাইক্রোফাইনান্স সহায়তার মাধ্যমে প্রশিক্ষিত বেকার যুব গোষ্ঠির আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে তাদের ক্ষমতায়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম। এ প্রক্রিয়ায় প্রশিক্ষিত যুবগণ উৎপাদনমুখী কর্মকান্ডে ব্যাপকভাবে সম্পৃক্তির সুযোগ পেয়ে থাকে ফলে দেশ উৎপাদন বৃদ্ধি পায়। যুব উন্নয়ন অধিদপ্তর দেশব্যাপী ০৩(তিন) ধরণের মাইক্রোফাইনান্স কর্মকান্ড পরিচালনা করছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা যথেষ্ট না থাকায় এ সকল কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষিত যুবদের মাত্র ১০ হতে ১২ ভাগকে এ সহায়তার আওতায় আনা সম্ভব হয়। |
|
|
ক. আত্মকর্মসংস্থান সৃজনের জন্য ব্যক্তিভিত্তিক মাইক্রোফাইনান্স কার্যক্রম। |
|
খ. আয় সঞ্চারণমূলক কাজের জন্য গ্রুপভিত্তিক মাইক্রোফাইনান্স কার্যক্রম। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS